রাহবার২৪

পাকিস্তান বিমানবাহিনীতে পাইলটের আসনে হিন্দু যুবক

রাহবার২৪

রাহবার: পাকিস্তানে বিমানবাহিনীর পাইলট হিসেবে নির্বাচিত হয়েছেন এক হিন্দু যুবক। এর আগে পাকিস্তান বিমানবাহিনীতে বিভিন্ন পদে সংখ্যালঘুরা দায়িত্ব পালন করলেও পাইলটের মতো গুরুত্বপূর্ণ পদে পাকিস্তানের ইতিহাসে এটিই প্রথম। তার নাম রাহুল দেব। ২৬ বছরের ওই যুবক জেনারেল ডিউটি পাইলট হিসেবে পাকিস্তান বিমানবাহিনীতে যোগ দিয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম থেকে জানা গেছে, এর আগে পাকিস্তান বিমানবাহিনীতে আগেও বিভিন্ন পদে সংখ্যালঘুরা দায়িত্ব সামলেছেন। কিন্তু পাইলটের মতো গুরুত্বপূর্ণ পদে বসছেন একজন হিন্দু, এমনটা হয়নি কখনো।

অল পাকিস্তান হিন্দু পঞ্চায়েত নামের হিন্দুদের একটি সংগঠনের সম্পাদক রবি দাওয়ানি বলেন, ‘এর আগে পাকিস্তান সামরিক বাহিনীতে অনেক সংখ্যালঘুই কাজ করেছেন। তবে পাইলট হিসেবে এই নিযুক্তি অসাধারণ।’ পাকিস্তান সরকার যদি সংখ্যালঘুদের এমন সুযোগ দেয়, তাহলে এমন অনেক যুবক পাকিস্তানের হয়ে লড়বে বলে আশা রবি দাওয়ানির।

জানা গেছে, রাহুল দেব পাকিস্তানের সিন্ধ প্রদেশের সবথেকে বড় জেলা থারপরকারের বাসিন্দা। ওই এলাকা হিন্দু অধ্যুষিত বলে পরিচিত। রাহুলের এই কীর্তি স্বাভাবিক কারণেই ওই অঞ্চলে আলোড়ন ফেলেছে।

সূত্র : গালফ নিউজ

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়