রাহবার২৪

মুসলমানদের বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণ শুরু হচ্ছে ১০ জুন

রাহবার২৪

রাহবার: ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বহুল আলোচিত মুসলমানদের বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণ শুরু হচ্ছে এই জুনেই। করোনাভাইরাস মহামারির মধ্যেই আগামী ১০ জুন এ কাজ শুরু হতে যাচ্ছে।

মন্দির নির্মাণে নরেন্দ্র মোদি ঘোষিত ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে শিবের আরাধনা হবে। তারপর শুরু হবে মন্দির নির্মাণের কাজ। ১০ জুন সকাল ৮টা থেকে মহাদেব আরাধনা শুরু হবে শশাঙ্ক শেখর মন্দিরে। টানা ২ ঘণ্টা আরাধনা চলবে। এরপর এ দিনই মন্দির নির্মাণের কাজ শুরু করবে এল অ্যান্ড টি সংস্থা। এ জন্য ইতোমধ্যে সব আয়োজন করা হয়েছে।

গত ২৬ মে মন্দিরের নির্মাণস্থলে গিয়েছিলেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান মোহন্ত নৃত্যগোপাল দাস। সেখানে পূজার পর রামমন্দিরের কাজ শুরুর ঘোষণা দিয়েছিলেন তিনি। গত বছরের ৯ নভেম্বর দেশটির শীর্ষ আদালতের রায় ঘোষণার পর রামমন্দির নির্মাণে ট্রাস্ট গঠনের জন্য সময় ছিল তিন মাস।

উল্লেখ্য, ১৯৯২ সালে কট্টর হিন্দুত্ববাদীরা মসজিদটি ভেঙে গুঁড়িয়ে দিলে উত্তেজনা দেখা দেয়। তখন দাঙ্গায় দুই হাজারের বেশি লোক নিহত হয়েছেন। ১৫২৮- মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি বাবরি মসজিদ তৈরি করেন।

সূত্র: আউটলুক ইন্ডিয়া

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়