রাহবার২৪

ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

রাহবার২৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার (২৭মে) আজাদ কাশ্মিরের লাইন অব কন্ট্রোলের(সীমান্তরেখা) কাছে ওই ভারতীয় ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে পাকিস্তান সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী গণসংযোগ দফতরের (আইএসপিআর) মিডিয়া উইং।

পাকিস্তান আইএসপিআরের টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, সীমান্তরেখার রাখচিকরি সেক্টরে ভারতীয় ড্রোনটি গুলি করে নামানো হয়। সেটি পাকিস্তানের আকাশ সীমায় ৬৫০ মিটার ভেতরে ঢুকেছিল।

পাকিস্তানের অভিযোগ, ভারত প্রায় আকাশীসীমা লঙ্ঘনের চেষ্টা চালায়। গত মাসে একই ধরনের এক ঘটনায় সাঙ্খ জেলায় আরেকটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছিল পাকিস্তান। পাকিস্তানের সেনা সূত্র জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী তাদের সীমান্তের ওপারে ড্রোন পাঠিয়ে আকাশ থেকে পাকিস্তানের সেনা ঘাঁটিগুলোর ছবি তোলাসহ অন্যান্য তথ্য সংগ্রহের চেষ্টা চালায়। যেগুলো হামলা চালানোর সময় টার্গেট নির্ধারনে ব্যবহার করে।

এই রাখচিকরি সেক্টরেরই গত বছরের মার্চ মাসে আরো একটি ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছিল পাকিস্তান।

 

সুত্র, দ্য ডন

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়