রাহবার২৪

মানুষ মারা গেলে ভাইরাসও মারা যায়, মৃত ব্যক্তিকে নিয়ে আতংকিত হবেন না: মাওলানা ফজলুর রহমান

রাহবার২৪

রাহবার: করোনাভাইরাসের তাণ্ডবে যখন বিশ্বের প্রায় সবাই দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে। হন্যে হয়ে খুঁজছে এই ভাইরাসের প্রতিষেধক। মানুষের দাফন-কাফানেও দেখা যাচ্ছে অবহেলা। ঠিক সেই সময়ে পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, ‘মানুষ মারা গেলে ভাইরাসও মারা যায়। মৃত ব্যক্তিকে নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন ভাইরাসও ঘুমিয়ে থাকে, আবার আমরা যখন মারা যাই তখন ভাইরাসও মারা যায়।’

সম্প্রতি এক ভিডিওটিতে তাকে এসব কথা বলতে দেখা যায়।  তিনি আরো বলেন, ‘মানুষকে বেশিক্ষণ সময় ধরে ঘুমোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তার কারণ, আপনি যত বেশি ঘুমোবেন ততক্ষণ ভাইরাসও ঘুমোবে। ফলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এর মানে আমরা যখন মরে যাব তখন ভাইরাসেরও মৃত্যু হবে।’

সম্প্রতি এই ভিডিওটি টুইটার শেয়ার করেছেন পাকিস্তানের এক সাংবাদিক নালিয়া ইনায়েত। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা যখন ঘুমিয়ে থাকি ভাইরাসও ঘুমোয়। যখন আমরা মারা যাই তখন ভাইরাসেরও মৃত্যু হয়। খুব সহজ বিষয়।’ তার এই শেয়ারের পর গত দু’দশক ধরে পাকিস্তানের জাতীয় সংসদের-এর সদস্য থাকা একজন ব্যক্তির ভাইরাস নিয়ে এমন যুক্তির বক্তব্যের ভিডিও ভাইরাল হয়ে যায়। অনেকে বলছেন মারণ ভাইরাসকে নিয়ে মজার করছেন মাওলানা ফজলুর রহমান।

সূত্র, টাইমস অব ইন্ডিয়া

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়