রাহবার২৪

গহরপুর শিয়রখালে গান-বাজনা, জুয়া-মাদকের আসর বন্ধ করে দিল তৌহিদি জনতা

ওই এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরেই গোপনে মাদকের ব্যবসা করে যাচ্ছে। ফলে যুব সমাজের চারিত্রিক অবক্ষয়ের পাশাপাশি শিয়রখালে বেড়ে চলেছে অপরাধের হার

সিলেটের গহরপুর এলাকার শিয়রখালে গান-বাজনা, জুয়া-মাদকের আসর বন্ধ করে দিয়েছে স্থানীয় তৌহিদি জনতা।

দক্ষিন শিওরখালে মেলার নামে মাইক লাগিয়ে অশ্লীল গান-বাজনা, জুয়া চলছিল রাতব্যাপি। স্থানীয় মুসল্লিরা খবর পেয়ে এহেন অসামাজিক কাজের বিরুদ্ধে মধ্যরাতেই গর্জে উঠে। তারা মাওলানা মুসলেহুদ্দীন রাজু সাহেবের নেতৃত্বে বন্ধ করে দেয় সেই আসর।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরেই গোপনে মাদকের ব্যবসা করে যাচ্ছে। ফলে যুব সমাজের চারিত্রিক অবক্ষয়ের পাশাপাশি শিয়রখালে বেড়ে চলেছে অপরাধের হার। গত রাতে মেলার নামে প্রকাশ্যে যখন মদ জুয়া চলছিল, স্থানীয় জনতা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। তারা এর প্রতিবাদ জানাতে ঐক্যবদ্ধ হয় অবশেষে তারা মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর নেতৃত্বে সেই অপকর্ম বন্ধ করতে সক্ষম হয়।

এখন এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। এলাকার মানুষের মাঝে দেখা গেছে এক ধরনের প্রফুল্লতা। এই অসামাজিক কাজ বন্ধ করে দেয়ার কারণে সবাই খুশি।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়