রাহবার২৪

হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও পাগড়ী প্রদান সম্মেলন আগামী শুক্রবার

আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন আগামী শুক্রবার (১১ জানুয়ারী) বাদ ফজর অনুষ্ঠিত হবে ৷

আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন আগামী শুক্রবার (১১ জানুয়ারী) বাদ ফজর অনুষ্ঠিত হবে ৷

মাহফিলটিতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফারেগীন ছাত্রদের দস্তারে ফজীলত (বিশেষ সম্মাননা পাগড়ী) প্রদান করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷

দস্তারে ফজিলত গ্রহণকারী ফারেগীনদের জন্য জামিয়ার পক্ষথেকে এক বিশেষ নির্দেশনা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪৩৯ হিজরী সনের ফারেগীন ছাত্রদেরকে মাহফিলের পূর্বদিন তথা ১০ জানুয়ারি বৃহস্পতিবার বাদ এশা এবং মাহফিলের দিন ১১ জানুয়ারি জুমাবার বাদ এশা দু’দিন দস্তারে ফজিলত প্রদান করা হবে ।

জামিয়ার মহাপরিচালক ও শায়খুল হাদীস আল্লামা শাহ আহমদ শফী, সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী-সহ জামিয়ার মুহাদ্দীসগণ বরকতময় হাতে দস্তারে ফজিলত(বিশেষ সম্মাননা পাগড়ী) প্রদান করবেন।

মাহফিল উপলক্ষে মাদরাসার ফারেগীন ছাত্র ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেহমানবৃন্দের পদচারনায় পুরো জামিয়া ক্যাম্পাস জুড়ে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে ৷ মাহফিল উপলক্ষে পুরো জামিয়া ক্যাম্পাসকে বর্নিল সাজে সাজানো হচ্ছে ৷ জামিয়ার (ইফতা) উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগের ছাত্রবৃন্দ প্যান্ডেল সহ মাঠ প্রস্তুতির কাজ করছেন ৷ পুকুরের উত্তর পার্শ্বে, জামিয়ার কেন্দ্রীয় বায়তুল করীম জামে মসজিদের উত্তর পূর্ব কোণে বানানো হয়েছে এবারের মাহফিলের স্টেইজ ৷ পুরো মাঠে সামিয়ানা টানানো সহ মাহফিলপূর্ব যাবতীয় প্রস্তুতি প্রায় শেষের দিকে ।

মাহফিলে মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী’র সভাপতিত্বে হেফাজত মহাসচিব ও মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী,আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী,মুফতী আহমদুল্লাহ পটিয়া, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, ডক্টর আ ফ ম খালেদ হোসাইন,মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়্যুবী, সহ দেশ-বিদেশের বরেণ্য ইসলামী স্কলারগণ নসিহত পেশ করবেন ।

এবারের মাহফিলে বিশেষ মেহমান হিসেবে আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী রহ.এর সুযোগ্য দৌহিত্র, ওয়াকফ দেওবন্দ ভারতের সিনিয়র মুহাদ্দীস আল্লামা আহমদ খিজির শাহ কাশ্মিরি উপস্থিত থাকবেন ।

১০ জানুয়ারী বৃহস্পতিবার বাদ জোহর থেকে জামিযার উচ্চতর আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনারের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হবে এবং বাদ আসর থেকে নিয়মতান্ত্রিকভাবে বয়ান শুরু হবে জানা গেছে ৷

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়