রাহবার২৪

জিকির করতে করতে করোনায় মৃতদের দাফনকারী রফিকুলের ইন্তিকাল

রাহবার২৪

রাহবার ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে করোনায় মৃত ব্যক্তিদের দাফনকারী রফিকুল ইসলাম (৪৮) ইন্তিকাল করেছেন। রোববার (৩১মে) দুপুরে হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ধেররা-বিলওয়াই গ্রামে নিজ বাড়িতে জিকির করতে করতে ইন্তিকাল করেন। তবে তার কোনো করোনা উপসর্গ ছিল না।

হাজীগঞ্জ উপজেলায় ১১ জন মিলে করোনাকালে লাশ দাফন ও নামাজের জানাজা পড়ানোর ঘোষণা দেন। ওই ১১ জনের মধ্যে রফিকুল ইসলাম একজন ছিলেন। হাজীগঞ্জ উপজেলায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে মৃত প্রায় ১০-১২ জনের দাফন কাজে অংশগ্রহণ করেছিলেন রফিক। তিনি হাজীগঞ্জ বাজারের আল আকসা টেইলার্সের ‘রফিক ভাই’ বলে পরিচিত।

ওই ১১ জনের ১ জন শিক্ষক শরীফুল হাছান। তিনি বলেন, রোববার সকালে রফিক ভাইয়ের শরীরে অসুস্থতা বোধ করেন। নিজেই ছেলেকে নিয়ে বাজারে এসে কয়েকজনের ঋণের টাকা পরিশোধ করেন। পরে বাসায় গিয়ে জিকির করতে করতে দুপুর ১টায় রফিক ভাই মারা যান।

তিনি আরও বলেন, এই মৃত্যু যেন রফিক ভাই নিজেই স্বপ্ন দেখেছেন।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়