রাহবার২৪

কুরআনে আগুন দেয়া খৃষ্টধর্মশিক্ষার বিপরীত কাজ: খ্রিস্টান ধর্মযাজক

রাহবার২৪

বেলায়েত হুসাইন: সুইডেনে মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় গ্রন্থ পবিত্র কুরআনে আগুন দেয়ার ঘটনাকে ‘আত্মিক কষ্ট’ আখ্যায়িত করেছেন মিশরের এক খ্রিস্টান ধর্মযাজক। তিনি বলেন, কোরআনে আগুন দেয়া খৃষ্টধর্মশিক্ষার বিপরীত কাজ।

গত বুধবার (২ সেপ্টেম্বর) মিশরের আলেকজান্দ্রিয়ার আঞ্চলিক আর্চবিশপ ডক্টর মুনির হান্না নামের এ যাজক এপিসকোপাল চার্চের পক্ষ থেকে প্রেরিত এক বিবৃতিতে এ কথা বলেন।

ঘটনাটিকে বেদনাদায়ক উল্লেখ করে তিনি আরো বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের সম্মান করা এবং তাদের কষ্ট না দেয়া- এটি যিশুর শিক্ষা, তা ছাড়া কুরআনের অবমাননা খ্রিস্টীয় মূল্যবোধেরও পরিপন্থী।

তার দাবি, কোরআনে আগুন দেয়ার ঘটনা সব ধর্মাবলম্বীদের অনুভূতিকেই আঘাত করেছে; বিশেষত যারা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এরূপ অবিবেচনাপ্রসূত কাজ কোন সময়ে এবং কোন পরিস্থিতিতেই ব্যক্তিগত স্বাধীনতা হতে পারেনা।

ডক্টর মুনির হান্না সুইডেনের এই অপ্রীতিকর ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়েছেন বলেও জানান।

সূত্র, আল বাওওয়াবাহ নিউজ

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়