রাহবার২৪

চুমু খেয়ে কুরআন অবমাননার প্রতিবাদ জানালেন সুইডিশ নারী

রাহবার২৪

রাহবার: চুমু খেয়ে কুরআন অবমাননার প্রতিবাদ জানিয়েছেন এক সুইডিশ নারী। আর এ চুমু খাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সুইডেনে পবিত্র কুরআন পোড়ানো এবং ফ্রান্সের শার্লি এবদো পত্রিকায় কুরআন অবমাননার প্রতিবাদে অভিনব এ প্রতিবাদ জানান তিনি।

ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় সুইডেনের মালমো শহরে সংঘটিত কোরআন পোড়ানোর প্রতিবাদে ওই নারী কোরআন চুমু খান। আর বলেন, ‘সুইডিশ নারী মালমো শহরের মুসলিমদের সঙ্গে একত্বতা ঘোষণা করেছে।’

সুইডিশ ওই নারী ভিডিওটিতে বলছেন, ‘আমি জানি না বইটি কি সম্পর্কে। কিন্তু মানবতা ও অনুকম্পার জন্য আমি তোমাদের সঙ্গে একাত্বতা ঘোষণা করছি। বইটি যেহেতু তোমাদের কাছে গুরুত্ব, তাই আমার কাছেও তা গুরুত্বপূর্ণ। বইটি চুমু দিয়ে আমি গর্বিত।’

সুইডিশ নারী আরো বলেন, ‘ডেনিশ ব্যক্তি সুইডেনে যা করেছে তাতে আমরা সন্তুষ্ট নই।’

গত ২৮ আগস্ট (শুক্রবার) সুইডেনের মালমো শহরে কট্টরপন্থী ডেনিশ দল হার্ড লাইনের তিন সদস্য মুসলমানদের ধর্মীয়গ্রন্থ পবিত্র কুরআনে আগুন লাগিয়ে অবমাননা করে।

সূত্র, আল মুজতামা

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়