রাহবার২৪
মাওলানা মাহমুদ মাদানী

পদত্যাগ করলেন মাওলানা মাহমুদ মাদানী

গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) জমিয়তে উলামায়ে হিন্দ একাংশের সভাপতি মাওলানা ক্বারী উসমান মনসুরপুরীর হাতে পদত্যাগ পত্র জমা দেন তিনি।

ভারতে মুসলমানদের নেতৃত্বাধীন সবচেয়ে পুরাতন, সচল ও ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ-এর জেনারেল সেক্রেটারি এবং সাবেক পার্লামেন্ট মেম্বার জমিয়তে উলামায়ে হিন্দ একাংশের সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদ মাদানী নিজ দল থেকে পদত্যাগ করেছেন।

গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) জমিয়তে উলামায়ে হিন্দ একাংশের সভাপতি মাওলানা ক্বারী উসমান মনসুরপুরীর হাতে পদত্যাগ পত্র জমা দেন তিনি।

পদত্যাগ পত্রে মাওলানা মাহমুদ মাদানী লিখেন, “দায়িত্ব পালনে আমি আমার অক্ষমতা প্রকাশ করছি এবং আমার বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যা থাকার কারণে জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল পদ থেকে পদত্যাগ করছি”।

মাওলানা ক্বারী উসমান মনসুরপুরী পত্রটি গ্রহণ করেন নি বরং আজ (১৭ জানুয়ারি) জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকেন এবং বিষয়টি বৈঠকে ফয়সালা হওয়ার আগ পর্যন্ত মাওলানা মাহমুদ মাদানীকে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যেতে অনুরোধ করেন।

মাওলানা মাহমুদ মাদানী মাওলানা আস’আদ মাদানী’র পুত্র ও শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী’র দৌহিত্র।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়