রাহবার২৪

ভারতের বিস্তীর্ণ এলাকা দখলে নিয়েছে চীনা সেনারা!

রাহবার২৪

রাহবার: উত্তেজনার মধ্যেই আবারও লাদাখে ভারতীয় ভূখণ্ড দখলে নিয়েছে চীনা সেনারা। খবর পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকার।

শনিবার (২৭জুন) ভারতীয় সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, পয়েন্ট ১৪সহ গোটা এলাকায় অবস্থান নিয়েছে চীনা সেনারা। ফলে ভারতীয় সেনারা পেট্রোলিং পয়েন্ট ১০, ১১, ১১-এ, ১২ এবং ১৩-এ পৌঁছতে পারছে না। গত ১৫ জুন এই পেট্রোলিং পয়েন্ট (পিপি)-১৪ এলাকায় সংঘর্ষ হয়েছিল। এখন সেখানে যেতেই পারছে না ভারতীয় সেনারা।

আনন্দবাজার পত্রিকা বলছে, সংঘর্ষের পর ফের ভারতের বিস্তীর্ণ এলাকা দখল করে ফেলেছে চীনা সেনারা। যার মধ্যে পড়েছে বটল-নেক পয়েন্ট বা ওয়াই জংশন পেট্রোলিং পয়েন্ট, ভারতের মধ্যে হলেও যা বর্তমানে চীনের দখলে। এর ফলে কয়েকশো বর্গ কিলোমিটার এলাকায় নজরদারি বন্ধ রাখতে হয়েছে ভারতকে।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়