রাহবার২৪

১১ জুলাই থেকে শুরু হচ্ছে পাকিস্তান বেফাকের কেন্দ্রীয় পরীক্ষা

রাহবার২৪

রাহবার: করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া পাকিস্তান মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেয়া হয়েছে। স্বাস্থবিধি মেনে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে আগামী ১১ জুলাই থেকে শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত মাদরাসাসমূহের গত শিক্ষাবর্ষের কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয় বোর্ডটি।

গত বুধবার (২৪ জুন) এক বৈঠকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। জামিয়া উলুমিল ইসলামিয়া মুহাম্মদ ইউসুফ বিন্নুরি টাউন মাদরাসায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ আগস্ট থেকে পাকিস্তান বেফাকুল মাদারিসের আওতাধীন সকল কওমী মাদরাসা খুলে দেয়া হবে। করোনা ভাইরাস থেকে বেঁচে থাকতে যাবতীয় সরঞ্জাম বেফাকের দায়িত্বে মাদরাসাসমূহে পৌছে দেওয়া হবে বলেও জানা গেছে।

এর আগে গত ১৫ মার্চ পাকিস্তানের দারুল উলুম করাচিতে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে করোনাভাইরাসের কারণে পাকিস্তানের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। মাদরাসাসমূহ ৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করার পর এখন পরীক্ষার সিদ্ধান্ত জানানো হয়েছে।

সূত্র: পাকিস্তান বেফকের অনলাইন ওয়েব সাইট

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়